বানারীপাড়ার চার ইউনিয়নের কমিটি বিলুপ্ত বানারীপাড়ার চার ইউনিয়নের কমিটি বিলুপ্ত - ajkerparibartan.com
বানারীপাড়ার চার ইউনিয়নের কমিটি বিলুপ্ত

4:26 pm , May 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কর্তৃক গঠিত চার ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।বৃহষ্পতিবার রাতে প্রেরিত বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বেও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার একক সিদ্ধান্তে গত ২৯ এপ্রিল বাইশারী ও ইলুহার, ৩০ এপ্রিল বিশারকান্দি এবং ২ মে সৈয়দকাঠী ইউনিয়নের কমিটি  প্রদান করেন। যা সম্পূর্ণরূপে সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি। এ ধরণের কার্যক্রমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় এবং বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা শাখার নির্দেশনা উপেক্ষা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার স্বাক্ষরিত সাংগঠনিক ইউনিট ইলুহার,বিশারকান্দি, বাইশারী ও সৈয়দকাঠী ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT