4:25 pm , May 5, 2023
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরের বাগড়ি গ্রামে মানসুরা বেগম (২১) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে রাজাপুর থানায় ওই গৃহবধূ বাদি হয়ে অভিযোগ দিয়েছেন। মানসুরা বেগম বাগড়ি গ্রামের ট্রলি চালক আল আমিনের স্ত্রী ও এক শিশু সন্তানের জননী। লিখিত অভিযোগে জানা গেছে, ভাড়া বাসায় বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তার স্বামী আল আমিন মোবাইল চার্জ দিতে গেলে তার বোন চাদনী মোবাইল চার্জ দেয়নি এবং মেইন সুইচ বন্ধ করে কাটাউট খুলে নিয়ে যায়। এ নিয়ে কথা কাটাকাটি হয় এবং তাকে তার বাবা আফজালসহ বোনেরা ধাওয়া করে। পরে মানসুরাকে ভাড়া বাসার সামনে পেয়ে তার শ্বশুর চুলের মুঠি ধরে ডান চোখে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর শ্বশুর আফজাল, ননদ রুকসি ও চাদনি মিলে তাকে মারধর করে।
মানসুরার স্বামী আল আমিন জানান, কোন দোষ করলে তিনি করেছেন। মারলে তাকে মারবে। তার স্ত্রীকে কেন মারধর করা হলো, এর বিচার চান তিনি। এ ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, আমি রাতে বাসায় গিয়ে মারামারির বিষয় শুনেছি। মারামারির বিষয়ে ঘরের লোকজন জানে, আমি কিছুই জানি না। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, ওই গৃহবধূকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।