বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

4:24 pm , May 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ৩৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলে শুক্রবার সকালে দুই দিনব্যাপী এই সম্মেলনের ভার্চুয়ালী উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতিজন ও সাংবাদিক এসএম ইকবাল এবং শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে। আরও বক্তৃতা দেন, সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, কাজল ঘোষ, নজরুল ইসলাম চুন্নু, মুকুল দাস, শুভংকর চক্রবর্তী, দেবাশিষ চক্রবর্তী, বাসুদেব ঘোষ, মিন্টু কুমার কর, সুশান্ত ঘোষ, মিজানুর রহমান প্রমুখ।
সম্মেলনে ৩৭টি সংগঠনের প্রায় তিন শতাধিক সাংস্কৃতিক কর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন। শনিবার সমাপনী দিনে এই সংগঠনের এক বছর মেয়াদী কমিটি গঠন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT