4:21 pm , May 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে নছিমন উল্টে চালকের সহকারী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের পরমান্দসাহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় নছিমন চালকও আহত হয়েছে।
নিহত সহকারী হলেন রাব্বী বেপারী (২২)। সে পরমান্দসাহা গ্রামের তৈয়ব আলী বেপারীর ছেলে। চালক ইয়াছিন হাওলাদার (২২) একই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। সে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উজিরপুর মডেল থানার এসআই আবু ইউসুফ বলেন, পৌরসভার ডাকবাংলো বরাকোটা ইউনিয়ন সড়ক দিয়ে পরামান্দসাহা গ্রামের উদ্দেশ্যে আসছিলো নছিমন। সড়কের খবির কমিশনারের বাড়ি এলাকায় পৌছে নছিমনের নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের উপর আছড়ে পড়ে উল্টে পাশের ডোবায় পড়ে যায়। এতে নছিমনের চালক ও হেলপার গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নেয় স্থানীয়রা। তখন চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষনা করেন।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, মাথায় আঘাত পেয়ে সহকারী রাব্বি মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।