4:20 pm , May 5, 2023
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক কবির সরদারের মেঝ ভাই উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের বাসিন্দা সমাজ সেবক নজরুল সরদার (৫৮) আর নেই। গত বৃহস্পতিবার রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন। শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে নরোত্তমপুরের নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃতুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নজরুল সরদার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত সহ সকলের প্রিয়মুখ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃতুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।