4:18 pm , May 5, 2023
চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে মায়া নদী থেকে শিকলবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে। ওই নারীর নাম পারুল বেগম (৪৫)। সে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আর কলমী ক্লোজার বাজারের পূর্ব পাশের মৃত জালাল আহম্মেদের মেয়ে। সে চিরকুমারী। গত বৃহস্পতিবার ( ৪ মে) শশীভূষণ থানার রসুলপুর কলমী ব্রীজ সংলগ্ন মায়া নদী থেকে শিকলবন্দী নারীর লাশ উদ্ধারের ১২ ঘন্টা পর ওই নারীর পরিবারের তথ্য অনুযায়ী শশীভূষণ থানা পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত নারীর ছোট ভাই বারেক রাজ বলেন, শিকলবন্দী উদ্ধার হওয়া নারী আমার বড় বোন পারুল বেগম। সে একজন মানসিক ভারসাম্যহীন। ২৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন বিধায় তাকে শিকল দিয়ে তালা মেরে রাখা হয়েছে বাড়িতে। হটাৎ গত ২ মে মঙ্গলবার ভোর ৬ টার সময় টয়লেটে যাওয়ার জন্য শিকল ছেড়ে দেয়া হলে এরপর থেকে নিখোঁজ হন বড় বোন পারুল। সম্ভাব্য স্থানে খুঁজেও আর পাইনি। এদিকে বৃহস্পতিবার ৪ মে সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি কলমী ব্রীজের দক্ষিণ পাশ সংলগ্ন মায়া নদীতে একটি নারীর ভাসমান অবস্থায় লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান। এরপর শশীভূষণ থানা পুলিশকে আমার বড় বোন পারুল বেগমের সম্পর্কে বর্ননা দিলে আমাদের তথ্য অনুযায়ী শশীভূষণ থানা পুলিশ উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করে এবং জানতে পারি ওই নারী আমার বড় বোন পারুল বেগম।
এসব তথ্য নিশ্চিত করে শশীভূষণ থানার (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, নিহতের পরিবারের তথ্য অনুযায়ী লাশের পরিচয় মিলেছে। নিহতের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।