4:17 pm , May 5, 2023
সাইদ মেমন ॥ বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তার নির্বাচনী প্রচার-প্রচারনায় সাড়া ফেলছেন স্ত্রী লুনা আব্দুল্লাহ।
রাজনৈতিক কর্মকা- ও ভোটের প্রচার প্রচারনায় পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তার সাবলীল প্রচার-প্রচারণা ও দক্ষতা নির্বাচনী মাঠে আলোড়ন তুলেছেন। নগরবাসীর মন্তব্য ভোটের লড়াইয়ে স্বামী খোকন সেরনিয়াবাতের চেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের লড়াই করতে হবে লুনা আব্দুল্লাহর সাথে।
এ নগরীর সন্তান হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই সাধারন মানুষের কাছে সহজেই মিশতে পারছেন তিনি। সাধারন মানুষও তাকে আপন করে নিচ্ছেন। যেখানে প্রচারনায় যাচ্ছেন, সেখানেই সাধারন নারী-পুরুষরা জড়ো হচ্ছেন। সাবলীল বাচন ভঙ্গিতে সহজেই আকৃষ্ট হচ্ছেন সাধারন মানুষ। এলেন, দেখলেন, জয় করলেন এমন কথাও শোনা গেছে সাধারন মানুষের মুখে মুখে।
প্রার্থী হিসেবে তার স্বামী খোকন সেরনিয়াবাত যতটা সাধারন মানুষের কাছে গিয়েছেন, তার চেয়ে অনেক বেশি গিয়েছেন লুনা আব্দুল্লাহ। নগরীতে এমন প্রচারনাও রয়েছে, স্বামীর দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে স্ত্রী লুনা আব্দুল্লাহর ভূমিকা বেশি ছিলো।
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সময় সান্নিধ্য পেয়েছেন লুনা আব্দুল্লাহ। তাই প্রধানমন্ত্রীর বিশেষ ¯েœহ ও আস্থাভাজন তিনি। তার আবদারে স্বামী খোকন সেরনিয়াবাতকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে নগরময় এমন গুঞ্জনও রয়েছে।
এসব বিষয় নিয়ে কথা হয় লুনা আব্দুল্লাহর সাথে। শুক্রবার নগরীর ৯ নং ওয়ার্ডের রসুলপুর কলোনীতে নারীদের সাথে মতবিনিময় সভার পূর্বে লুনা আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে যোগ্য মনে করেছেন তাই তাকে মনোনয়ন দিয়েছেন।
তিনি বলেন, আপা নিজেই বুঝেছেন, সে সারা বাংলাদেশের খবর রাখেন, কোথায় কি হচ্ছে। বরিশাল কি অবস্থায় রয়েছে সে বুঝে ফেলেছেন। এ কারনে সে মনে করেছে ছোট ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবতকে দিলে বরিশালবাসী ভালো থাকবে এবং উন্নয়ন হবে। এ কারনেই তাকে দিয়েছেন।
গৃহিনী থেকে রাজনৈতিক মাঠে কেমন সাড়া পেয়েছেন জানতে চাইলে, লুনা আব্দুল্লাহ বলছেন “অবশ্যই ভালো লাগছে। সবাই আসছে, সবাই আমাকে গ্রহন করেছে”। স্বামী খোকন সেরনিয়াবাত বরিশালের শতভাগ উন্নয়ন করবেন। এ জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন লুনা আব্দুল্লাহ।
খোকন সেরনিয়াবত মেয়র নির্বাচিত হলে সে সব সময় জনগনের পাশে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্ত্রী লুনা আব্দুল্লাহ।
ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছে রয়েছে কিনা জানতে চাইলে লুনা আব্দুল্লাহ বলেন, সেটা এখনই বলা যাচ্ছে না। স্বামী আবুল খায়ের আব্দুল্লাহ বরিশালকে ভালবাসে, তিনিও বরিশালবাসীকে ভালবাসেন জানিয়ে সব সময় বরিশালবাসীর পাশে থাকবেন বলে জানান।
বরিশাল নগরীর সন্তান হলেও আব্দুর রব সেরনিয়াবাতের ছোট ছেলে খোকন সেরনিয়াবাতের স্ত্রী। অনেক সময় বরিশালে কাটিয়েছেন। কিন্তু রাজনৈতিক মাঠে ছিলেন না জানিয়ে লুনা আব্দুল্লাহ বলেন, জনগনের চাহিদা আমি বুঝি, তারা কি চায় আমি জানি। তারা চায় মেয়র জনগনের পাশে থাকুক। আমি সেই অনুযায়ী এখনও আমার দরজা খোলা রয়েছে। মেয়র নির্বাচিত হলেও আমার দরজা সব সময় সমস্ত বরিশালবাসীর জন্য খোলা থাকবে।
তিনি বলেন, সাধারন মানুষের সাথে মিশে অনেক অনেক ভালো লাগছে। সাধারন মানুষের সাথে হাত মেলাচ্ছি। ইনশাল্লাহ মেয়র নির্বাচিত হতে পারলে আবারো সাধারন মানুষের কাছে আসবো। তাদের সুখ দু:খে পাশে থাকবো।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু না হলেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের স্ত্রী লুনা আব্দুল্লাহ নগরীর বিভিন্ন শ্রেণি পেশার নারীদের সাথে মতবিনিময় করছেন।
খোকন সেরনিয়াবাতের নির্বাচনী মিডিয়া সেলের প্রধান ফরহাদ বিন আলম জাকির বলেন, আনুষ্ঠানিকভাবে প্রচারনা শুরু না হলেও নৌকা প্রতীকে ভোট চেয়ে কর্মী সম্মেলন, গণসংযোগ, আলোচনা সভা, এলাকাবাসীর সাথে মতবিনিময়, অসুস্থদের খোঁজ খবর নেয়া ও কুশল বিনিময় চলছে।
তিনি নগরীর ৩০ টি ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে। নগরীর কেডিসি কলোনী, রিফুজী কলোনী, রসুলপুর চর এলাকার প্রান্তিক নারীদের কাছে গিয়ে কুশল বিনিময় করছেন।
এ সময় স্বামী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।