বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন -পানিসম্পদ প্রতিমন্ত্রী   বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন -পানিসম্পদ প্রতিমন্ত্রী   - ajkerparibartan.com
বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন -পানিসম্পদ প্রতিমন্ত্রী  

4:13 pm , May 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদানকালে প্রধান অতিথি’র বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব প্রয়োজন। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন, দক্ষ যোগাযোগ ও আইনশৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সরকার আছে যেকারণে গরীব অসহায় মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করতে পারছে? গোটাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে যা বিগত কোন সরকারের আমলে হয়নি? তাই আসন্ন সিটি কর্পোরেশন এর নির্বাচনে ও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে। না হলে চলমান সকল উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাবে। জনগনের স্বার্থে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
বরিশাল সদর উপজেলা ১০ ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। ৫ মে শুক্রবার বেলা ১১ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ বিআইপি কলোনির পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজের শহীদ শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৬৩ জনের মাঝে ১৩০ বান ঢেউটিন বিতরণ করেন জাহিদ ফারুক।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, কেন্দ্রীয় যুবলীগের  সাবেক সহ সম্পাদক আহমেদ রুবাইয়াত ইফতেখার বাবু, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বাপ্পি, সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহাদ, বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুন,  সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কেএম মেহেদী হাসান বাপ্পি,  বরিশাল মহানগর ছাত্রলীগের  সাবেক সদস্য সৈয়দ রুবেল ,  বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT