সরকারি আবাসনের ঘর ভাঙ্গারি হিসেবে বিক্রি! সরকারি আবাসনের ঘর ভাঙ্গারি হিসেবে বিক্রি! - ajkerparibartan.com
সরকারি আবাসনের ঘর ভাঙ্গারি হিসেবে বিক্রি!

3:42 pm , May 4, 2023

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে সরকারি আবাসনের ঘর ভাঙ্গারি মালামাল হিসেবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার রহম আলী বাড়ি সংলগ্ন স্থানের ওই সরকারি ঘরটি ৩০ হাজার টাকায় বিক্রি করেন একই এলাকার মনির হোসেন ডাকুয়া।
জানা যায়, ভূমিহীনদের জন্য ২০১৮ সালের দিকে এসব ঘর নির্মাণ করা হয়। সেখানে প্রতারণা করে নিজে স্বাবলম্বী হওয়ার পরেও ঘরটি হাতিয়ে নেন অভিযুক্ত মনির হোসেন। সম্প্রতি ওই সরকারি ঘরটি নতুন বাজার এলাকার মো. কাশেমের ছেলে আইচক্রিম বিক্রেতা শাহিনের কাছে ৩০ হাজার টাকা মূল্যে বিক্রি করে দেন। এরপর শাহিন ওই ঘরের মালামাল ভেঙে নিয়ে ভাঙ্গারি মালামাল হিসেবে বিক্রি করে দেন।
সরকারি ঘর ক্রয় করা শাহিনের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবা কাশেমের সঙ্গে কথা বললে তিনি জানান, মনির ডাকুয়া ঘরটি ৩০ হাজার টাকায় আমার ছেলের কাছে বিক্রি করেছে। এরপর আমার ছেলে ঘরটি ভেঙে নিয়ে বিক্রি করে দিয়েছে।
সরকারি ঘর বিক্রয়কারী মনির হোসেন ডাকুয়ার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঘর বিক্রি করিনি। তাদের জন্য ঘরটি বরাদ্দ করে রেখেছিলাম। এখন তাদেরকে ঘরটি বুঝিয়ে দিলাম। সরকারি ঘর ভেঙে নেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, নিয়ম মেনে অনেক কিছু করা যায় না। আপনারা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, এমন ঘটনা আমার জানা নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তা অবশ্যই অন্যায়।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, বিষয়টি জেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT