3:41 pm , May 4, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে এক সপ্তাহ পূর্বে কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙ্গে গুরুতর আহত উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের গৃহবধূ শিখা রানী হালদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শিখা ওই গ্রামের কালাচাঁদ হালদারের স্ত্রী ও তিন সন্তানের জননী।
তথ্যের সত্যত্যা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বজলুর রশিদ জানান, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙ্গে রিনা দাসের মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। বুধবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।