3:41 pm , May 4, 2023
চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন কলমী ব্রীজ সংলগ্ন খালের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলমী ব্রীজের দক্ষিণ পাশ সংলগ্ন খালে একটি নারীর ভাসমান অবস্থায় লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের কোনো নাম-পরিচয় জানা যায়নি। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শশীভূষণ থানার (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, উদ্ধার হওয়ায় নারী যুবতী বলে ধারণা করা হচ্ছে। তার এক পা শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।। লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।