মুক্তি বর্মন হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ মুক্তি বর্মন হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ - ajkerparibartan.com
মুক্তি বর্মন হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ

3:39 pm , May 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি বর্মণ হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম।
বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদা হোসাইন, বরিশাল জেলার সাধারণ সম্পাদক শানু বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন সিকদার, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ ও সদস্য লামিয়া সাইমন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT