3:37 pm , May 4, 2023

বরিশাল সিটি নির্বাচন
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সিটি কপোরেশন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সদস্যদের সাথে তিনি এ সাক্ষাত করেন। মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, আমি একটি সুন্দর বরিশাল নগরী গড়ে তুলতে চাই, যা বিগত দিনে হয়নি। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়ন কর্মযোগ্য চলছে তা থেকে বরিশাল বাসী বঞ্চিত। আমি সততার সাথে কাজ করতে চাই। মানুষের সেবা, অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করবো। তিনি বলেন, আমি সুষ্ঠুভাবে একটি পরিচ্ছন্ন বরিশাল নগরী গড়তে সাংবাদিকদের সহযোগীতা চাই। সকলের সমর্থন পেলে একটি নতুন বরিশাল গড়ে তোলার চেষ্টা করবো। বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাছির উদ্দিন বাবুলের সভাপতিত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে তিনি নগরীর সদর রোডে থেকে শুরু করে হাসপাতাল রোড পর্যন্ত ব্যাবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।