3:37 pm , May 4, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের হাতে দলীয় মনোনয়ন পত্র তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাপার বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন তুলে দেন দলের চেয়ারম্যানগোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাপার মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে এক বছর আগে তাকে চূড়ান্ত করা হয়। সেই থেকে তিনি নগরীতে কাজ করছেন। বৃহস্পতিবার চূড়ান্ত মনোনয়ন পত্র দেয়া হয়েছে। মনোনয়ন পত্র গ্রহণের সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বরিশালের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র নিয়ে বৃহস্পতিবার বরিশাল ফিরে আসবেন। স্থানীয় নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনার পর মনোনয় ফরম জমা দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।
প্রকৌশলী তাপস আরো বলেন, আমাদের একটা শংকা রয়েছে। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে। আমার ও দলের দাবি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যাতে সাধারন মানুষ ভোট দিতে পারেন।
সেই ভোট ইভএমের পরিবর্তে ব্যালটে নেয়ারও জোর দাবি করছি বলেন মেয়র প্রার্থী তাপস।
মনোনয়ন পত্র তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন জাপার কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।
এছাড়াও বরিশাল মহানগর জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম পারভেজ, বরিশাল জেলা জাপার সদস্য সচিব এমএ জলিল, মহানগরের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, আকতার রহমান, ফোরকান তালুকদার, যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান চৌধুরী কামাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, মনজুরুল আলম খোকন, নজরুল ইসলাম, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ মহানগরের আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ ও সদস্য সচিব মিরাজ খান প্রমুখ। দলীয় মনোনয়ন পত্র পাওয়ায় নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন প্রকৌশলী তাপসের সমর্থকরা।