3:35 pm , May 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তীর ওপর হামলাচেষ্টার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাসদ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়। এর আগে বুধবার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুরে শহীদ সুধীর কুমার স্মৃতি পাঠাগার ও দাতব্য চিকিৎসাকেন্দ্রে মনীষার ওপর হামলাচেষ্টা করা হয়। এই চিকিৎসা কেন্দ্রের নতুন ভবন নির্মাণের নকশা করতে গেলে জমির প্রাক্তন বর্গাচাষী মজিবর গাজীসহ ১০/১৫ জন হামলার চেষ্টা চালায়। ঘটনার সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চেষ্টার পাশাপাশি মহড়া দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বাসদের জেলা সদস্য সচিব মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন সদস্য দুলাল মল্লিক, মানিক হাওলাদার, সন্তু মিত্র, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদা খানম, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক শানু বেগম, মহানগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন শিকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ডা. মনীষা চক্রবর্তীর পিতা বীরমুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী ও দাদা শহীদ মুক্তিযোদ্ধা সুধীর কুমার চক্রবর্তীর এই তিন পুরুষের ভিটায় ওই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের মানুষেরা উপকৃত হলেও বর্গাচাষীরাসহ একটি চক্র নানান প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন। বুধবার স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণের জন্য নকশা করতে গেলে প্রাক্তন বর্গাচাষী মজিবর গাজী বাধা দেয়। তখন উপস্থিত ব্যক্তিদের চলে যেতে বলে। মনীষাসহ বাকিরা চলে আসতে অস্বীকৃতি জানিয়ে জমি মাপতে থাকে। তখন মজিবর গাজী, তার ছেলে খোকন গাজী, কুদ্দুস হাওলাদারসহ ১০-১৫ জন দা নিয়ে মহড়া দেয়। তখন মনীষার উপর হামলা করতে উদ্যত হয়। ঘটনার সময় স্থানীয়রা চলে আসায় তারা হামলা না করে মহড়া দিতে থাকে। পরে পুলিশ আসার পর তারা পালিয়ে যায়।