টাইলস মিস্ত্রিকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যাচেষ্টা টাইলস মিস্ত্রিকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যাচেষ্টা - ajkerparibartan.com
টাইলস মিস্ত্রিকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যাচেষ্টা

3:33 pm , May 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মাত্র ৬ হাজার টাকা ছিনতাইয়ের পর এক টাইলস মিস্ত্রির পা বেঁধে নদীতে নিক্ষেপ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
অজ্ঞাত নামা পরিচয়ে হাসপাতালে ভর্তির ২০ ঘন্টা পর জ্ঞান ফিরে আসায় আহত ওই টাইলস মিস্ত্রি তোতা মিয়া (৩০) এর কাছ থেকেই বিষয়টি জানতে পেরেছে থানা পুলিশ।  যদিও তিনি এখনও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত এক কন্যা সন্তানের জনক তোতা মিয়া বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আশ্রাব আলীর ছেলে।  তবে তিনি বর্তমানে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদেরহাট গ্রামের শ্বশুর নুরুজ্জামানের বাড়িতে বসবাস করেন বলে জানিয়েছেন স্বজনরা।
টাইলস মিস্ত্রি তোতা মিয়া জানান, কয়েক বছর আগে বরিশাল সদর উপজেলার বুখাইনগর এলাকার বাসিন্দা জাহিদ নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। বুধবার (০৩ মে) দুপুরে বুখাইনগরে জাহিদের সাথে দেখা হলে তোতা মিয়াকে নিয়ে স্পীডবোটে নদীতে ঘুরতে যায়। বিকেল নাগাদ বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকা থেকে জাহিদের পরিচিতো দুজন ব্যক্তিকে স্পীডবোটটিতে তোলা হয়।  যাদের সাথে ব্যাগ ছিলো।
তোতামিয়া বলেন, সন্ধ্যার দিকে জাহিদের নেতৃত্বে মাঝ পথে স্পীডবোটে ওঠা ওই দুই ব্যক্তি আমাকে মারধর শুরু করে।  এক পর্যায়ে আমার মানিব্যাগ ও পকেটে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে ওই দুই লোকের সাথে ব্যাগের ভেতর থেকে রশি দিয়ে আমার দুই পা বাঁধে। তবে দুই হাত বাধার চেষ্টা চালানোর সময় স্পীডবোট থেকে কালাবদর বা তার কাছাকাছি কোন নদীতে ঝাঁপ দেই।  নদীতে ঝাঁপ দিয়ে ডাক-চিৎকার দিলে দুষ্কৃতিকারীরা দ্রুত গতিতে বোট চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
পরে ওইদিন সন্ধ্যা ৭ টার দিকে লাহারহাট সংলগ্ন কড়ইতলা নদী থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর থানা পুলিশের সহযোগীতায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অজ্ঞাত পরিচয়ে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৪ মে) বিকাল ৩টার দিকে তোতা মিয়ার জ্ঞান ফেরে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আর পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, এটি ছিনতাইয়ের ঘটনাও হতে পারে, আবার পারিবারিক বিরোধের সূত্র ধরেও হতে পারে। তবে ভূক্তভোগীকে আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি।বন্দর থানা পুলিশ তোতা মিয়াকে উদ্ধার করলেও ঘটনাটি কড়ইতলা নদীর মধ্যে হওয়ায় মামলা দায়ের হলে সেটি নৌ পুলিশ তদন্ত করবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT