4:11 pm , May 3, 2023
পরিবর্তন ডেস্ক ॥ মেহেন্দিগঞ্জ পৌরসভা এলাকার বদরপুরে এক মুক্তিযোদ্ধার বাড়ীর চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ আমলে নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগে জানা গেছে, ওই এলাকার জনৈক এছাহাক বেপারী ও মানিক বেপারী বিগত কয়েক বছর ধরে একই এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আ: জব্বার বেপারীর ক্রয়কৃত জমি থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এছাড়া জোরপূর্বক জব্বার বেপারীর জমি দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মান করে অভিযুক্তরা। সম্প্রতি মুক্তিযোদ্ধা জব্বার বেপারী তার ক্রয়কৃত সম্পত্তি নিজ দখলে নিতে গেলে এছাহাক বেপারী ও মানিক বেপারী তাদের লোকজন নিয়ে তাকে প্রাননাশের হুমকি দেয়। পাশাপাশি তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটিও বন্ধ করে দেয়। মুক্তিযোদ্ধা জব্বার বেপারী অভিযোগ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন। উপায়ন্তর না পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ আমলে নিয়ে এব্যাপারে পদক্ষেপ গ্রহনের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।