ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১৮২, বহিষ্কার ৯ ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১৮২, বহিষ্কার ৯ - ajkerparibartan.com
ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১৮২, বহিষ্কার ৯

4:05 pm , May 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ এসএসসি পরীক্ষার ইংরেজী (আবশ্যিক) প্রথম পত্রে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৮২ জন পরীক্ষার্থী। সেইসাথে এই পরীক্ষায় মোট ৯ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন। তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৯০ টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৮৬ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিলো। তবে এরমধ্যে অংশগ্রহন করেছে ৮৫ হাজার ০৭ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ১১৮২ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ৩৭। বোর্ড সূত্রে জানাগেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৩৪৩ জন রয়েছে, এরপর পটুয়াখালীতে ২৭১জন, ভোলায় ২০৫ জন, পিরোজপুরে ১৩৮ জন, বরগুনায় ১১৫ ও ঝালকাঠিতে ১১০ জন রয়েছে। অপরদিকে ভোলায় ৬ জন, পটুয়াখালীতে ২ জন ও ঝালকা?ঠি? জেলায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT