দুদক কার্যালয়ে রুপন দুদক কার্যালয়ে রুপন - ajkerparibartan.com
দুদক কার্যালয়ে রুপন

4:03 pm , May 3, 2023

অবৈধ সম্পদের বিষয়ে জানতে ডাকা হয়েছিলো
নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিয়েছেন। বুধবার বেলা ১২ টার দিকে দুদক কার্যালয়ে যান তিনি। দীর্ঘ দেড় ঘন্টা সেখানে অবস্থান করে বলে জানিয়েছেন কামরুল আহসান রুপন। তিনি বলেন, গত ২ এপ্রিল দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে তার মা, বোন ও তাকে হাজির হয়ে দাখিল করা সম্পদের বিবরনী যাচাই ও অনুসন্ধানের জন্য বক্তব্য দেয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলো। গত ১২ এপ্রিল বেলা ১১ টায় হাজির হওয়ার নির্দেশনা ছিলো। নানা কারনে যেতে পারেননি। বুধবার সেখানে যান তিনি।
রুপন বলেন, সম্পদের তথ্য চেয়ে দুদক শুধু আমাকেই নয়, আমার মা ও বোনকেও তলব করেছে। তবে তাদের পক্ষে একজন আসলেই হবে বিধায় আমি এসেছি। এখানে আমার বাবা ও দাদার সময়কার সম্পত্তির হিসেব দিতে বলা হয়েছে। এটা কোন আইনে দিতে হবে আমি জানি না। তিনি ২০০৪ সাল থেকে আয়কর দেন।
নিজেকে বিএনপি পরিবারের সন্তান উল্লেখ করে রুপন বলেন, আমি নিশ্চিন্তে বলতে চাই এই অন্যায় অবিচারের বিরুদ্ধে অবশ্যই আমার দল পাশে থাকবে। তবে এ নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছিনা, সময় হলে বলবো এবং দেশ তথা বরিশালের জনগন এর প্রতিবাদ করবে।
তবে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, রুপন যদি বিএনপির আদর্শ ধারণ এবং লালন করতো তাহলে কোন ক্রমেই এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিতো না। আমি মনে করি নির্বাচন তার নিজস্ব সিদ্ধান্ত। বিএনপির কোন নেতাকর্মী তার পাশে থাকবে এবং তার সাথে দলের কোন সম্পৃক্ততা নেই।
রুপন বলেন, আওয়ামীলীগের একজন প্রার্থী সরাসরি ফিল্ডে ওয়ার্ক করছেন, প্রচারনা চালাচ্ছেন তার জন্য কোন ধরনের বিধি-নিষেধ নেই। অপরদিকে আমার মতো একজন স্বতন্ত্র প্রার্থী দুদকের চাপে রয়েছে। যে তথ্য চেয়েছে তাতে আতঙ্কগ্রস্থ করে রাখা হয়েছে।
কোনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরানে যাবে না জানিয়ে রুপন বলেন, আগামী সপ্তাহে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার জানিয়েছেন, আহসান হাবিব কামালের দেয়া সম্পদ বিবরণীর কিছু বিষয় তথ্যাদি দিতে বলা হয়েছিল। এর জন্যই তাকে ডাকা হয়েছিল এবং তদন্তের স্বার্থে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT