4:31 pm , May 2, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশের শ্রমিক শ্রেণির গৌরবময় ঐতিহ্য রয়েছে। অধিকার আদায়ের সংগ্রামে ছাত্ররা এগিয়ে এলেও প্রধান চালিকা শক্তি ছিলো শ্রমিক। স্বাধীনতা সংগ্রাম সহ প্রতিটি আন্দোলনে শ্রমিকদের অবদান গৌরবোজ্জ্বল।
মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক পার্টি বরিশাল জেলা সভাপতি আবদুল মান্নান। প্রধান বক্তা ছিলেন বরিশাল মহানগর জাতীয় পাটির্র আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাপা সদস্য সচিব এম এ জলিল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, আকতার রহমান সপ্রু, মহানগর জাপার যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান চৌধুরী কামাল, ফোরকান তালুকদার, জেলা জাপার যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, মঞ্জুরুল আলম খোকন, জাতীয় শ্রমিক পার্টি বরিশাল মহানগর আহবায়ক আবদুস সোবাহান, শ্রমিক পার্টি নেতা আশরাফ মিয়া, নুরু খলিফা, আবদুল বাকের, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগর আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ, সদস্য সচিব মিরাজ খান।