4:29 pm , May 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, আজকে প্রধানমন্ত্রী শ্রমিকদের চিন্তা না করে বিদেশে ধর্ণা ধরতে গেছেন। দেশে আজ কোন সক্রিয় ট্রেড ইউনিয়ন নেই। যাও আবার আছে সেখানে শ্রমিকদের পরিবর্তে আওয়ামী লীগ নেতাদের বসিয়ে রেখে শ্রমিকদের জিম্মি করে রাখা হয়েছে। এই সরকার শ্রমিক বান্ধব সরকার নয় বলেই আজ শ্রমিকদের কোন দাবী পূরণ হচ্ছে না।
গত সোমবার বেলা ১১টায় সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ের সামনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়েজ আহমেদ খান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। সমাবেশ শেষে একটি বিশাল র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।