4:28 pm , May 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মে দিবস উপলক্ষ্যে সোমবার বিকালে মহানগর শ্রমিক লীগের আয়োজনে সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক পরিমল দাসের সভাপতিত্বে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন ,মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার রাজিব, জাহিদুর রহমান মনির, মিলন ভূঁইয়া, রফিকুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক। সমাবেশ শেষে একটি র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমাবেশে বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রীর নৌকাকে বিজয় করতে হবে।