ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন প্রদানের দাবি জেইউবির ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন প্রদানের দাবি জেইউবির - ajkerparibartan.com
ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন প্রদানের দাবি জেইউবির

4:27 pm , May 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকাসহ জেলা-উপজেলার সকল সংবাদকর্মীদের জন্য সরকার ঘোষিত নবম ওয়েজবোর্ড অনুযায়ী বেতনভাতার দাবিতে র‌্যালি করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)। মে দিবস উপলক্ষ্যে নগরীর সদর রোডে সোমবার সকালে এই র‌্যালি বের হয়। পরে ইউনিয়নের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেন। জেইউবি সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খান রফিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধক্ষ আলী জসিম, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক কামরুল আহসান, সদস্য জুয়েল সরকার, সাঈদ পান্থ, এম সুহাদ, মর্জিনা বেগম, মনবীর আলম খান, ফিরোজ গাজী, মেহেদী তামিম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বাজার বিবেচনা করে সংবাদকর্মীদের জন্য বেতনভাতা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু দেশের প্রথমসারির বেশ কয়েকটি গণমাধ্যম ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানে কর্মরতদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা দেওয়া হয় না। মফস্বলের সাংবাদিকদের ক্ষেত্রে এই বৈষম্য প্রকট। তাই অবিলম্বে দেশের সব গণমাধ্যম কর্মীদের নবম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি করেন নেতৃবৃন্দ।
এছাড়া বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে নগরীতে শ্রমিক সমাবেশ ও র‌্যালি হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নেছার জমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুম সিকদার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রিপন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT