জাল-জালিয়াতির মাধ্যমে জমি ও নগদ অর্থ আত্মসাতের চেষ্টার মামলায় লিয়াকত মোল্লা জেলে জাল-জালিয়াতির মাধ্যমে জমি ও নগদ অর্থ আত্মসাতের চেষ্টার মামলায় লিয়াকত মোল্লা জেলে - ajkerparibartan.com
জাল-জালিয়াতির মাধ্যমে জমি ও নগদ অর্থ আত্মসাতের চেষ্টার মামলায় লিয়াকত মোল্লা জেলে

4:24 pm , May 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাল-জালিয়াতির মাধ্যমে জমি ও নগদ টাকা আতœসাতের অভিযোগে দায়ের করা মামলার আসামীকে জেলে পাঠিয়েছে আদালত। গত ৩০ এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ফয়সাল তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামী লিয়াকত নগরীর ২৮ নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ এলাকার বাসিন্দা মৃত হাচান আলী মোল্লার ছেলে। ওই দিন তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী দেলোয়ার হোসেন’র পিতা এয়াকুব হাওলাদার ১৯৮৪ সালে স্থাণীয় গফুর মালতিয়ার বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত মামলা দায়ের করেন। ওই মামলা চলাকালীন এয়াকুব আলী মৃত্যুবরণ করলে ভুক্তভোগী ও তার ভাই ওই মামলা পরিচালনার জন্য মামলার আসামী মো: লিয়াকত আলী মোল্লাকে দায়িত্ব দেন। আর এরপর থেকেই লিয়াকত আলী ওই মামলার কথা বলে বিভিন্ন সময়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও মামলা চলমান জমি ভুক্তভোগীদের নামে মিউটেশন করার কথা বলে আরো ১ লাখ টাকা হাতিয়ে নেয়। এবং এক পর্যায়ে মামলার আসামী লিয়াকত আলী বিবাদীদের সাথে যোগসাজসে সম্পত্তি ভোগ দখলের চেষ্টায় লিপ্ত হয়। বিষয়টি ভুক্তভোগী টের পেয়ে গত বছরের ১ মার্চ মামলার দায়িত্বভার (আমমোক্তার নামা) পরিবর্তন করার জন্য আসামী লিয়াকত আলীকে আইনজীবিদের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। আর এরপরই অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওই সম্পত্তি দখল চেষ্টার মিশনে নামে। তারই প্রেক্ষিতে গত বছরের জুন মাসে আসামী লিয়াকত ভুক্তভোগী দেলোয়ার এর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪০১/২০২২। ওই মামলায় লিয়াকত উল্লেখ করেন, ২০০৯ সালের ১০ অক্টোবর ভুক্তভোগী দেলোয়ার ও তার ভাই তাদের ২০ শতাংশ সম্পত্তি ২ লাখ ২০ হাজার টাকা শতাংশ করে মোট ৪৪ লাখ টাকায় বিক্রি করেন। যা থেকে তারা ২৪ লাখ টাকা অগ্রীম গ্রহন করেন। এবিষয়ে ভুক্তভোগীর সাথে আলাপাকালে তিনি বলেন, লিয়াকত আলী মোল্লা আইন সমন্ধে ভালো জানায় পিতার মৃত্যুর পরে তাকে মামলার পরিচালনার ভার দেন তিনি। কিন্তু লিয়াকত মামলার কথা বলে তার কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখেন। আর সেই স্বাক্ষর এর মাধ্যমে জাল-জালিয়াতি করে আমাদের জমি দখলের পায়তারা চালিয়ে আসছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT