3:43 pm , April 30, 2023

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ নলছিটিতে ফসলের মাঠে পড়ে থাকা সেই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর হত্যা করে আপন মামাতো ভাই। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার। নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে গত ২৬ এপ্রিল দুপুরে বাড়ির পাশের একটি ফসলের ক্ষেতে স্মৃতি আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের নেতৃত্বে তদন্তে নামে জেলা পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) রাতে ধর্ষণ ও হত্যায় একমাত্র অভিযুক্ত হিসেবে মামাতো ভাই মো: বাপ্পি সরদার ওরফে তুষার সরদার বাপ্পিকে চায়না মাঠ থেকে গ্রেফকার করে পুলিশ। রোববার দুপুরে এ নিয়ে সাংবাদ সম্মেলন করে জেলা পুলিশ। পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গ্রেফতার বাপ্পি তার ফুপাতো বোন স্মৃতিকে ধর্ষণের পর হত্যায় দায় স্বীকার করেছে। বাপ্পির বরাত দিয়ে পুলিশ সুপার আরও জানান, দীর্ঘ দিন ধরে বাপ্পি ও নিহত স্মৃতির মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক চলছিলো। গত ২৫ এপ্রিল রাতে বাপ্পির ডাকে স্মৃতি বাড়ির পাশের জঙ্গলে যায়। সেখানে স্মৃতিকে ধর্ষণ করে মামাতো ভাই বাপ্পি। এসময় স্মৃতি বাপ্পিকে বিয়ের জন্য চাপ দিলে বাপ্পি মাটির চাকা দিয়ে মাথায় ও পেটে এবং বুকে আঘাত করে স্মৃতিকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার বাপ্পিকে গতকাল আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, শংকর কুমার দাস, ওবায়দুল হক চৌধুরী, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।