উজিরপুরে সেই নিয়োগ পরীক্ষায় হস্তক্ষেপ করতেই কি কথিত বিক্ষোভ ! উজিরপুরে সেই নিয়োগ পরীক্ষায় হস্তক্ষেপ করতেই কি কথিত বিক্ষোভ ! - ajkerparibartan.com
উজিরপুরে সেই নিয়োগ পরীক্ষায় হস্তক্ষেপ করতেই কি কথিত বিক্ষোভ !

3:49 pm , April 29, 2023

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুর উপজেলার স্থগিত হওয়া ২টি বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামী ১ মে নিয়োগ পরীক্ষায় প্রভাব বিস্তার করতেই রামেরকাঠী মাধ্যমিক বিদ্যায়ের ম্যানেজিং কমিটির সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুখেন্দু শেখরের বিরুদ্ধে কথিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গুটি কয়েকজন যুবকরা। ওই কথিত বিক্ষেভের নেতৃত্ব দিয়েছেন স্থানীয় সংসদ সদস্যর অনুসারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: রবিউল তালুকদার। তার সাথে দীর্ঘদিন ধরে সুখেন্দু শেখরের বিরোধ চলছে। বিগত শোলক ইউপি নির্বাচনে রবিউল তালুকদার পরাজিত হয়েছিলেন সুখেন্দু শেখরের মনোনিত প্রার্থী পার্থ প্রতিম মন্ডলের কাছে। সে সুযোগ কাজে লাগাতেই রবিউল তালুকদার মাঠে নেমেছেন সুখেন্দু শেখরের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ নিয়ে। নিয়োগ প্রক্রিয়ায় বরিশাল -২ আসনের সংসদ সদস্য শাহে আলমের হস্তক্ষেপ সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশিত হলে ওই সংবাদে রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাক্ষ সুখেন্দু শেখর তার বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষায় বরিশাল জেলা স্কুলে সাংসদ শাহে আলম নিজে সরাসরি উপস্তিত হয়ে অনৈতিক হস্তক্ষেপ করছেন তার (এমপি শাহে আলমের) কারনে পরিক্ষা স্থগিত হয় বলে সংবাদ মাধ্যমে অভিযোগ করার ১৫ দিনের মাথায় ২৭ এপ্রিল বৃহস্পতিবার ১০-১২ জন যুবকদের নিয়ে রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কথিত বিক্ষোভ মিছিল করেন। সুখেন্দু শেখর অভিযোগ করেন সংসদ সদেস্য শাহে আলমের অনৈতিক হস্তক্ষেপের ঘটনা ভিন্ন খাতে নিতে এ কথিত মানববন্ধন ও বিক্ষোভ করেন সাবেক ইউপি সদেস্য মো: রবিউল তালুকদার। এমন কি নিজে ৩ লাখ টাকা উৎকোচ দিয়েছেন বলে দাবী কারী রাজিব তালুকদারকে উৎকেচ দিয়ে চাকুরি পাওয়ার অপরাধে আইনের আওতায় আনার দাবী করেন সুখেন্দু। তিনি প্রশ্ন করেন নিয়োগ সম্পান্ন হওয়ার আগেই দূনিতী কিভাবে হয়! সংসদ সদেস্য শাহে আলমের বিরুদ্ধে গন মাধ্যমে কথা বলার কারনে তাকে সামাজিক ভাবে হেয় পতিপান্ন করতেই কথিত অভিযোগ। উজিরপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন জানিয়েছেন আগামী ১ লা মে উজিরপুরে ২টি বিদ্যালয়ের (রামেরকাঠী ও আটিপাড়া ) নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হবে বরিশাল জেলা স্কুলে।
উল্লেখ্য রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ স্থগিত হয়েছিলো বরিশাল- ২ আসন (উজিরপুর-বানারীপাড়) এলাকার সংসদ সদেস্য শাহে আলমের কারনে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT