3:45 pm , April 29, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, স্মার্ট সিটিজেন তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত স্মার্ট ডিভাইস শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাক্রমের পরিবর্তন অনুধাবনে ভূমিকা রাখবে। অনলাইন ভিত্তিক নানা ধরনের কোর্স শেখার মাধ্যমে শিক্ষাকে আরও আনন্দদায়ক করে তুলবে। গতকাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা বাংলাদেশের উন্নয়ন থামাতে পারেনি। বিশ্বের ১৫৪টি উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ৩৫তম উন্নয়নশীল দেশ। ঢাকা-বরিশাল-পটুয়াখালী সড়কে কোন এক সময় ১৪টি ফেরি চলাচল করতো, এখন একটিও নেই। এই উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা চেতনার জন্য। তিনি আরও বলেন, সার্বিকভাবে দেশের মানুষ ভালো আছে। আমাদের শিক্ষা নিয়ে ২০৪১ সালের মধ্যে যোগ্য ও স্মার্ট নাগরিক গড়ার সময় এসেছে। সেজন্য শিশুদের হাতে এই স্মার্ট ডিভাইস দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মো. শফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তৃতা করেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, ও জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন বক্তব্য রাখেন।
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় বরিশাল মহানগরের সরকারি ও এমপিওভুক্ত ৪২টি স্কুলের ২৬৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোবাইল ট্যাব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।