এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ৯১ হাজার এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ৯১ হাজার - ajkerparibartan.com
এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ৯১ হাজার

4:12 pm , April 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সারা দেশের ন্যায় রোববার শুরু হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০ টায় বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে পরীক্ষা। গত বছর ২ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার হচ্ছে ৩ ঘন্টা। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। তিনি জানান, এবার বরিশাল বোর্ডের অধিন ১৯০ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৯১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী। আগামী ২৩ মে পরীক্ষা শেষ হবে। বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নজরুল ইসলাম বলেন, বিভাগের ৬ জেলায় বোর্ডের নিজস্ব টিম সহ মোট ৩৫ টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও প্রতিটি জেলা এবং উপজেলা প্রশাসনও পরীক্ষার হল তদারকী করবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT