3:58 pm , April 27, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৩৪ জন প্রার্থী। এদের মধ্যে ১ জন মেয়র প্রার্থী, ২৭ জন সাধারন ও ৬ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবির।
তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ১৬ মে মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে। তবে এ দিনই অফিস সময়ের মধ্যে অবশ্যই মনোনয়ন জমা দিতে হবে। ১৮ মে মনোনয়ন বাছাই, ১৯ থেকে ২১ মে বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের, ২২ থেকে ২৪ মে আপিল নিষ্পত্তি, ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২৬ মে প্রতীক বরাদ্ধ এবং ১২ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ধারনা করা করা হচ্ছে মেয়র সহ ৩ ক্যাটাগরিতে ৩০ টি ওয়ার্ডে ২ শতাধিক কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করবেন।
এদিকে নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষে ১০ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে রিটার্নিং অফিসার। এদের প্রত্যেককে ৩ টি সাধারন এবং ১ টি করে সংরক্ষিত ওয়ার্ডের সার্বিক দায়িত্ব প্রদান করা হয়েছে।