3:55 pm , April 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জমি নিয়ে বিরোধের জেরে সুজন খন্দকার (৩৪) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে বরিশাল শের ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজন সদর উপজেলার চরকরনজী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সোহরাব খন্দকারের ছেলে। গেলো ২৪ এপ্রিল নিজ বসতবাড়ীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, প্রতিবেশী সরোয়ারদী খান সাইফ, সোবাহান খান, হেনারা বেগমের সাথে সুজন খন্দকারের সাথে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। সুজন খন্দকার তার নিজ বাড়ীতে দুই বছর আগে থেকে পাকা বাড়ী নির্মান কাজ চালিয়ে আসছেন। বিবাধীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে বসতঘর উত্তোলনে বাধা দেয়। এ সময় সরোয়ারদী খান সাইফ ও তার সাথে থাকা লোকজন সুজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শী মোস্তফা সুজনকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত সুজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।