জমি বিরোধে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম জমি বিরোধে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম - ajkerparibartan.com
জমি বিরোধে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম

3:55 pm , April 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জমি নিয়ে বিরোধের জেরে সুজন খন্দকার (৩৪) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে বরিশাল শের ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজন সদর উপজেলার চরকরনজী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সোহরাব খন্দকারের ছেলে। গেলো ২৪ এপ্রিল নিজ বসতবাড়ীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, প্রতিবেশী সরোয়ারদী খান সাইফ, সোবাহান খান, হেনারা বেগমের সাথে সুজন খন্দকারের সাথে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। সুজন খন্দকার তার নিজ বাড়ীতে দুই বছর আগে থেকে পাকা বাড়ী নির্মান কাজ চালিয়ে আসছেন। বিবাধীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে বসতঘর উত্তোলনে বাধা দেয়। এ সময় সরোয়ারদী খান সাইফ ও তার সাথে থাকা লোকজন সুজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শী মোস্তফা সুজনকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত সুজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT