ভোলা সাথে চট্টগ্রাম নৌ-পথে চালু হলো জাহাজ ভোলা সাথে চট্টগ্রাম নৌ-পথে চালু হলো জাহাজ - ajkerparibartan.com
ভোলা সাথে চট্টগ্রাম নৌ-পথে চালু হলো জাহাজ

4:01 pm , April 25, 2023

মো. জসিম জনি, লালমোহন ॥ ভোলার সাথে চট্টগ্রাম নৌপথে এবার চালু হলো সরাসরি জাহাজ সার্ভিস। ভোলা জেলার যাত্রীদের সড়ক পথে ভেগান্তি কমাতে গত ২৪ এপ্রিল সকালে চরফ্যাসনের বেতুয়া ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি জাহাজ। চরফ্যাসন উপজেলার বেতুয়া ঘাট থেকে মঙ্গলবার সকাল ৯টায় কর্ণফুলি ক্রুজ লাইনের বিলাস বহুল এমভি বারো আউলিয়া জাহাজটি ছেড়ে যায়। এটি সকাল ১০ টায় লালমোহন উপজেলার মঙ্গল সিকদার ও সাড়ে ১১টায় মনপুরা ঘাট করে বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা ১২ নম্বর ঘাটে যায়। সেখান থেকে মঙ্গলবার আবার সকাল ৯টায় ভোলার বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে। প্রথম দিনে বিপুল সংখ্যক যাত্রী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাসন ও লালমোহন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে।
ভোলার বিপুল সংখ্যক শ্রমিক ও বিভিন্ন পেশার লক্ষাধিক মানুষ চট্টগ্রামে থাকে। তাদের যাতায়াতের কষ্ট লাগবের জন্য ভোলা জেলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) ভোলার জনপ্রতিনিধের সমন্বয়ে কর্ণফুলি ক্রুজ লাইন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে ভোলা ও চট্টগ্রাম নৌপথে জাহাজ সার্ভিস চালু করা হয়। এই এই নৌ-পথটি চালু হওয়ায় ভোলার যাত্রীদের সুবিধা হয়েছে বলে যাত্রীরা জানান। দুলারহাট এলাকার সোহাগ সকালে এই জাহাজে চড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি জানান, আগে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর হয়ে সড়ক পথে আসতে পথে অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন এই জাহাজে করে নিরাপদে যাতায়াত করতে পারবো।
বেতুয়া ঘাট আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, চরফ্যাসন উপজেলা দেশের অন্যতম একটি বৃহত্তম উপজেলা। এছাড়া মনপুরা, লালমোহনসহ ভোলাবাসীর জন্য সড়ক পথে চট্টগ্রাম যাতায়াত করা কস্টকর ছিল। এই জাহাজ অনেক নিয়মিত চললে সকল দুর্ভোগ কমবে।
কর্ণফুলি ক্রুজ লাইনের জেনারেল ম্যানেজার (এডমিন) মাহবুব আলম জানান, প্রথম দিনে যাত্রীদের অনেক সাড়া পেয়েছি। সকলের সাধ্যের মধ্যে জাহাজের টিকেট মূল্য (৮০০ টাকা) করা হয়েছে। আপাতত একদিন পর একদিন জাহাজটি চলাচল করবে।
ভোলা-চট্টগ্রাম নৌপথে এই জাহাজটি চালু থাকলে ভোলার ব্যবসার প্রসার বাড়বে ও চট্টগ্রামের সাথে বাণিজ্যিক যোগাযোগ আরো সহজ হবে বলে জানান যাত্রীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT