3:56 pm , April 25, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীতে ঈদের দিন বিকেলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ঢাকা মহানগর পুলিশের এক এসআই এবং তার মামাত ভাই দুদক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সন্ধায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রুপাতলী বসুন্ধরা হাউজিং-এর সামনে এই দুর্ঘটনায় ডিএমপি’র বিশেষ শাখার এসআই ফায়েজ (৩৩) এবং হবিগঞ্জের দুদক কর্মকর্তা মো. এমদাদুল হক (৩৫) নিহত হয়। ফায়েজ ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং এমদাদুল ঝালকাঠির নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। নিহত দুজন মামাতো-ফুফাতো ভাই বলে পুলিশ জানিয়েছে। কোতয়ালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ‘এসআই ফায়েজ ঈদের ছুটিতে কয়েকদিন আগে বাড়ি এসেছিলেন। বিকালে বরিশাল মহানগরীর শ্বশুরবাড়ি থেকে মোটরবাইকে দুদক কর্মকর্তা এমদাদুল সহ বাড়ি ফিরছিলেন। পথে রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চাপা পড়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক এসআই ফায়েজকে মৃত ঘোষণা করেন। আহত এমদাদুলকে হাসপাতালে ভতি করা হলে রাত ৮টার পরে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে বাসটি সড়কের পাশে খাদে নামিয়ে দেয়ার চেষ্টা করে। তারপরও মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়েছে। বাসটি রাস্তার পাশে একটি গাছে আটকে রক্ষা পায়। বাসটি গাছের সঙ্গে আটকে না গেলে যাত্রীসহ তা পাশের পুকুরে পড়ে যেত।
দুর্ঘটনার পর চালক ও হেলপার পালালেও পুলিশ বাসটি আটক করেছে।