ঈদের শুভেচ্ছা বিনিময়ের সাথে চলছে ভোটের প্রচারনা ঈদের শুভেচ্ছা বিনিময়ের সাথে চলছে ভোটের প্রচারনা - ajkerparibartan.com
ঈদের শুভেচ্ছা বিনিময়ের সাথে চলছে ভোটের প্রচারনা

3:53 pm , April 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ঈদ আনন্দের সাথে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। ঈদ জামাত শেষ করে বাসায় ফিরে নেতাকর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। আর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। নগরীর কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদ গা ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। নামাজ শেষে নগরীর কালু শাহ সড়কের ভাড়া বাসার নীচতলায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থক এসে তার সাথে কুশল বিনিময় করেন। দিনভর নেতাকর্মীদের সাথে ব্যস্ত সময় পার করছেন খোকন সেরনিয়াবাত। দলীয় নেতাকর্মীদের নিয়ে একান্ত বৈঠকও করেছেন।
নামাজ শেষে সাংবাদিকদের খোকন সেরনিয়াবাত বলেন, এখানকার মানুষ অনেকদিন ধরে অনেক কিছু থেকে বঞ্চিত। মানুষের মৌলিক সেবাও তারা পাচ্ছেন না। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাকে মনোনীত করেছেন। তিনি সুযোগ পেলে দায়িত্ব শতভাগ পালন করবেন।
খোকন সেরনিয়াবাত বলেন, ঈদ ও নির্বাচন মানুষের মনে অন্যরকম একটা অনুভূতি । আমি সর্বস্তরের মানুষের অন্তর থেকে সাক্ষাৎ পেয়েছি। নগরবাসীকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাস জানিয়েছেন খোকন সেরনিয়াবাত।
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হাসেন তাপস নগরীর অক্সফোর্ড মিশন রোড জামে মসজিদে ঈদের জামাত আদায় করেন। এরপর নেতাকর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টি মুখ করান। তাপস নগরীর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাতও করছেন।
সৌজন্য সাক্ষাতকালে প্রকৌশলী তাপস বলেন, নির্বাচন নিয়ে মানুষের হতাশা রয়েছে। যে হতাশা এখনও জনগন কাটিয়ে উঠতে পারেনি। সরকার দলীয় প্রার্থীর পরিবর্তন বরিশালবাসী ভালভাবে মেনে নিতে পারছে না। আওয়ামী লীগ পরিবারতন্ত্র থেকে বের হতে পারেনি। মানুষ দেখতে চায় ১২ জুনের ভোটে পরিবারতন্ত্রের বিজয় না গণতন্ত্রের বিজয় হয়। আমি আশা করি গণতন্ত্রের বিজয় হবে।
বিএনপি নির্বাচনে কোন প্রার্থী না দেয়ার সিদ্বান্তে অনঢ় থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকার ঘোষনা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য কামরুল আহসান রুপন। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবীব কামালের ছেলে সে। আহসান হাবীব কামাল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ও বরিশাল শহর বিএনপির সভাপতি এবং দক্ষিন জেলা বিএনপির সভাপতি ছিলেন।
তার ছেলে রুপন সকালে নগরীর কালুশাহ সড়ক জামে মসজিদে ঈদ জামাত শেষে নেতাকর্মীদের নিয়ে নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন।
রুপম জানান, আগামী ১২ জুন সিটি কর্পোরেশনের নির্বাচন। ঈদের দিন সকাল থেকে নেতাকর্র্মীদের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এছাড়াও নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে। ঈদ ও নির্বাচনী মতবিনিময় এক সাথে করছি। নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রুপন।
নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দিলেও এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করতে পারেনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়াও আলী হোসেন হাওলাদার নামে আরো একজন প্রচারণা করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT