উজিরপুরে নিখোঁজ সাব-রেজিস্ট্রারের সন্ধান ৬ দিনেও মেলেনি উজিরপুরে নিখোঁজ সাব-রেজিস্ট্রারের সন্ধান ৬ দিনেও মেলেনি - ajkerparibartan.com
উজিরপুরে নিখোঁজ সাব-রেজিস্ট্রারের সন্ধান ৬ দিনেও মেলেনি

3:49 pm , April 25, 2023

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুরে ঈদের ছুটিতে বেড়াতে এসে নিখোঁজ সাব-রেজিষ্ট্রার বাদল বিশ্বাসের সন্ধান ৬ দিনেও পায়নি প্রশাসন ও পরিবার। সাতক্ষীরার কালিগঞ্জে কর্মরত সাব-রেজিস্ট্রার বাদল ঈদের ছুটিতে নিজ বাড়ি উজিরপুরে কারফা গ্রামে বেড়াতে আসেন। তিনি রহস্যজনক ভাবে গত ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে নিঁেখাজ হয়েছেন। এ ঘটনায় তার পুত্র অংকন বিশ্বাস ২১ এপ্রিল উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছেন। গত ৬ দিন ধরে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম তার কোন সন্ধান পায়নি। এ ঘটনায় জল্লা ইউনিয়নের কারফা গ্রাম জুড়ে অজানা আতংক বিরাজ করছে। প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছে নিখোঁজ বাদলের বাড়িতে। তার স্ত্রী জোসনা রানী বলেন, বাদলের সাথে এলাকায় কারও কোন বিরোধ নেই। কোন প্রতিপক্ষও নেই। তিনি স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর কাছে আকুতি জানিয়েছেন। বাদল বিশ্বাসের স্বজনরা জানান, স্ত্রী ও সন্তানদের নিয়ে গত ১৮ এপ্রিল বাদল বিশ্বাস নিজ বাড়িতে আসেন। ২০ এপ্রিল বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখান থেকে বাড়িতে এসে রাত ৯ টার বাড়ির পাশে মাছের ঘেরে গিয়ে আর বাড়িতে ফিরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে ২১ এপ্রিল শুক্রবার উজিরপুর মডেল থানায় জিডি করেন। উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন, রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়া বাদল বিশ্বাসের সন্ধানে মাঠে রয়েছে একাধিক টিম। তিনি একজন সরকারী কর্মচারী বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে ওসি জানিয়েছেন। এদিকে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েনের মহাসচিব শফিউল বারি ঈদের পরের দিন সাবরেজিষ্ট্রারের গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের খোজ খবর নেন এবং অতি দ্রুত তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT