4:38 pm , April 20, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দীন নাসিম ও সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন এর সুকৌশল নির্দেশনা আবারও স্পষ্ট হলো বরিশালে খোকন সেরনিয়াবাতের সংবর্ধনা অনুষ্ঠানে। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচিত দুই নেতার অনুপস্থিতিতেই অত্যন্ত সুকৌশলে তারা এই আয়োজন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করে দিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত খোকন সেরনিয়াবাতকেও যুক্ত করে ঐক্যবদ্ধ করে দিলেন জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে। এসময় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক তাদের সমর্থন দিয়ে এই আয়োজনকে প্রানবন্ত করে তোলেন।
জাহিদ ফারুক বলেন, বিগত পাঁচ বছরের বঞ্চিত বরিশাল সিটি করপোরেশনকে সাজাতে এবং ক্ষতিগুলো পুষিয়ে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে জয়ী করতে হবে।
এসময় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, নির্বাচন কিন্তু খুবই কঠিন হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং খোকন সেরনিয়াবাতকে জয়ী করে শেখ হাসিনার জয় নিশ্চিত করতে হবে। প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক খোকন সেরনিয়াবাত সম্পর্কে বলেন, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর একমাত্র ছোট ভাই খোকন সেরনিয়াবাত। তাই বরিশাল আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিভাজন বা দ্বিধাদ্বন্দ্ব থাকেও তা দূর হয়ে যাবে।
নানক বলেন, একটি বড় দলে যদি কিছু সমস্যাই না থাকে তাহলে মানুষ জানবে কি করে যে এটি বড় দল।