নগরী থেকে হাজার পিস ইয়াবাসহ আটক ২ নগরী থেকে হাজার পিস ইয়াবাসহ আটক ২ - ajkerparibartan.com
নগরী থেকে হাজার পিস ইয়াবাসহ আটক ২

3:37 pm , April 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে পৃথক অভিযানে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযান করে এয়ারপোর্ট থানার পুলিশ। আটককৃতরা হলো-কক্সবাজারের পাহাড়তলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত জহির আহম্মেদের ছেলে আব্দুস সালাম (২৭) ও নগরীর ৩ নং ওয়ার্ড মতাসার এলাকার মামুন ফকিরের ছেলে রনি ফকির (২০)।
পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় কাশিপুরের চহুতপুর ফিশারী রোডের সুমন হাওলাদারের চায়ের দোকানের সামনে অভিযান করা হয়। এ সময় সেখান থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সালামকে আটক করা হয়। অপর দিকে এয়ারপোর্ট থানার অপর একটি টিম লাকুটিয়া মুখার্জী পুল আবেদ আলীশাহ মাজার সংলগ্ন হাওলাদার ইলেকট্রিক দোকানের সামনে অভিযান করে। সেখান থেকে ৭০ পিস ইয়াবাসহ রনিকে আটক করে। পৃথক দুই অভিযানের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT