3:34 pm , April 17, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির সদস্য সত্তরোর্ধ্ব হেমন্ত লাল হালদারের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের ভাই প্রিয়লাল হালদার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে সন্দেহজনক তিন আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বড়াকোঠা ইউনিয়নের জাকির হোসেন ফকির, মিজানুর রহমান নাসির ও রকিবুল হাসান।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, মামলার পরপরই একই ইউনিয়নের শেরেবাংলা বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হেমন্ত লাল হালদারের সঙ্গে ইরি চাষ নিয়ে একই এলাকার জাকির হোসেন ফকির গংদের বিরোধ চলছিল। বিষয়টি মামলার বাদী র?্যাবকে জানালে তিনজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। তিনি বলেন, আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। একই সাথে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
গত বুধবার নিখোঁজের দু’দিন পর বরিশালের উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নের হরিমার্কেট সংলগ্ন একটি ধানক্ষেত থেকে সত্তরোর্ধ্ব হেমন্ত লাল হালদারের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।