ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - ajkerparibartan.com
ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

3:25 pm , April 17, 2023

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলার বাংলাবাজার এলাকার বকশো আলী নামক স্থানে সিএনজি ও কাভার ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর দেড়টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার বক্সেআলী নামক স্থানে এ ঘটনা ঘটে। ঐ সময় সিএনজিটি লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা আসছিলো। ঘটনাস্থলে আসলে ভোলা থেকে চরফ্যাশনগামী কাভারভ্যানটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লালমোহনের কালমার সুজিত (২০) এবং বরগুনা জেলার আমতলী উপজেলার মিঠুন (৩৫) মারা যায়। আশংকাজনক অবস্থায় তজুমদ্দিন উপজেলার গোলকপুরের শুভকে (২০) বোরহাননউদ্দিন হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে চিকিৎসকরা ভোলা সদর হাসপাতালে পাঠায়। পথেই মারা যায় শুভ। পরে তাকে আত্বীয়-স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে আসে। এদিকে আহত অবস্থায় পরিমল, জহিরুল ও সিএনজি চালক রুবেলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপারোয়া গতি আর ঝুকিপূর্ন রাস্তার কারনেই দূর্ঘটনা ঘটেছে। রাস্তা খারাপ থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। তবে সিএনজি চালকের গতি ছিলো খুবই বেপারোয়া।
দৌলতখান থানার ওসি মোঃ জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে। লাশের সুরতাহাল করেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT