শহরের বড় মার্কেটে নজরদারি বাড়াতে হবে : জেলা প্রশাসক শহরের বড় মার্কেটে নজরদারি বাড়াতে হবে : জেলা প্রশাসক - ajkerparibartan.com
শহরের বড় মার্কেটে নজরদারি বাড়াতে হবে : জেলা প্রশাসক

4:03 pm , April 16, 2023

নিজম্ব প্রতিবেদক ॥ রাজধানীর নিউমার্কেটে ও বঙ্গমার্কেটে অনাকাঙ্খিত অগ্নিকা- ঘটেছে। এধরণের অনাকাঙ্খিত ঘটনা আর কোথাও যেন না ঘটে সেজন্য দেশের অন্যান্য বড় মার্কেটে নজরদারি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
তিনি গতকাল দুপুরে নিজ কার্যালয়ে প্রচন্ড তাপদাহে অগ্নিকান্ড প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় জানানো হয় বাজারে নিজস্ব নৈশ প্রহরী বাড়াতে হবে। নিরাপদ বৈদ্যুতিক ওয়্যারিং ব্যবস্থা করতে হবে। আগুন নিভানোর যন্ত্র হাতের কাছে রাখা ও ব্যবহার করার প্রশিক্ষণ নেওয়া জরুরি। বৈদ্যুতিক সংযোগ সঠিক আছে কিনা তা দেখতে হবে। সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসকে ফোন করতে হবে।
কোন ধরণের ঘটনা ঘটলে উৎসুক জনতার ভীড় না করার ও বড় মার্কেটের আশপাশে হোটেল রেস্টুরেন্টের রান্নার কাজ নিরাপদে করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT