কুয়াকাটার সবচেয়ে প্রবীনতম ব্যক্তির জানাজায় মুসুল্লীদের ঢল কুয়াকাটার সবচেয়ে প্রবীনতম ব্যক্তির জানাজায় মুসুল্লীদের ঢল - ajkerparibartan.com
কুয়াকাটার সবচেয়ে প্রবীনতম ব্যক্তির জানাজায় মুসুল্লীদের ঢল

4:10 pm , April 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ না ফেরার দেশে চলে গেলেন কুয়াকাটার সবচেয়ে প্রবীণতম ব্যক্তি আলহাজ্ব আবদুল আলী শেখ। গত ১০ এপ্রিল দুপুর ৩ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। বাংলাদেশর স্বাধীনতা আন্দোলনের পথপরিক্রমায় মুক্তিযুদ্ধ সহ নানা ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী বহন করেছে এই বরেণ্য। আলহাজ্ব আবদুল আলী শেখ ছেলে-মেয়ে নাতি-নাতনিসহ প্রায় অর্ধশত জনের বিশাল পরিবার রেখে গেছেন। গতকাল তার জানাযা নামাজে ধর্মপ্রাণ মুসুল্লিদের ঢল নামে। হাজারো মানুষের অংশগ্রহণে গুনী এই মানুষটিকে রাত ১০টায় জানাযা শেষে কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরোজ জামে মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবর স্থানে স্ত্রী ও মা বাবার পাশে দাফন করা হয়। মরহুমের মেঝ পুত্র কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরোজ জামে মসজিদের খতিব, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান তার জানাযা নামাজ পড়ান। তার জানাযা নামাজে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ শত শত মুসুল্লিরা অংশ নেয়। তারাবির নামাজের পর পর্যটন কর্পোরেশনের মোটেল যুব পান্থনিবাস প্রাঙ্গণে জানাযাস্থল কানায় কানায় ভরে যায়। আবদুল আলী শেখের মৃত্যুর মধ্যদিয়ে ওই এলাকার সবচেয়ে প্রবীণ মানুষটি চলে যাওয়ায় কুয়াকাটার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। কুয়াকাটা এলাকার জানা না জানা অনেক ইতিহাসের স্বাক্ষী ছিলেন আবদুল আলী শেখ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক দেশ জনপদ পত্রিকা, কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, মহিপুর প্রেসক্লাব, ইমাম সমিতি, শিক্ষক সমিতি, আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT