3:59 pm , April 10, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরকাউয়া থেকে ৫০০ ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মাদক বিক্রেতা মাহবুবুল আলম (৪৩) মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া খান বাড়ি এলাকার মজিদ খানের ছেলে।
পুলিশের মিডিয়া সেল থেকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদের দক্ষিণ পাশে চেরাগ আলী মার্কেটের “মিতু স্টোর দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাহবুবুল আলমকে আটক করা হয়।