3:42 pm , April 9, 2023
আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির পাইককে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকের পায়ে আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাসের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যের উপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য ভূদেব বিশ্বাস নিজেকে পুলিশ পরিচয় দেওয়ার পরও হামলা চালায় তারা। হামলায় পুলিশ সদস্য ভুদেব বিশ্বাসের মাথায় রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার রাতে আহত পুলিশ সদস্য ভুদেব বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৈলা এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক (৪৩), যুবলীগ নেতা জিয়া ফড়িয়া (৩৫) ও ব্যবসায়ী জহিরুল পাইক(৩৮)কে গ্রেফতার করে। রোববার সকালে গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্য ভুদেব বিশ্বাসের উপর তারা হামলা করে আহত করেছে। পুলিশ সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির পাইকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।