3:45 pm , April 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উদ্ধার ও আটক অভিযান পরিচালনা করেছে বন্দর থানার একটি দল। আটককৃতরা হলো- বরগুনা সদর থানাধীন লতাবাড়িয়া এলাকার মো. শাহজাহানের ছেলে হাসান মুসুল্লী (৩৫) ও একই এলাকার দেনছের আলীর ছেলে জাকির হোসেন (২১)। মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিকেল ৩ টার দিকে টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের একটি স্ব-মিলের সামনের সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আটককৃতের অপর সহযোগী ইমরান মৃধা (৩৩) পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ইমরান মৃধা বরগুনা সদর থানাধীন লতাবাড়িয়া এলার আফজাল মৃধার ছেলে। এ ঘটনায় তিনজনকে আসামী করে বন্দর থানায় মামলা করা হয়েছে।