হিজলায় ৯ টি চোরাই গরু উদ্ধার হিজলায় ৯ টি চোরাই গরু উদ্ধার - ajkerparibartan.com
হিজলায় ৯ টি চোরাই গরু উদ্ধার

3:36 pm , April 8, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় ৯ টি চোরাই গরু উদ্ধার করছেন হিজলা থানা পুলিশ। জানাযায় শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ১ নং ওর্য়াডের বাবুল সরদার বাড়ির সংলগ্ন খালের পাড় থেকে উদ্ধার করা হয়েছে। হিজলা থানার উপ-পরিদর্শক মনির মুন্সি, খলিলুর রহমান, জাহিদ হোসেনসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চোরাই গরু উদ্ধার অভিযান করে। পরে দুটি স্থানে অভিযান করে ৯ টি গরু উদ্ধার করে হিজলা থানায় রাখা হয়েছে।
ইতিপূর্বে ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামটি গরু চোরের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে।এখানে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে চোরাই গরু এনে নিরাপদ স্থান হিসেবে রাখা হয়।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানায় শুক্রবারের অভিযানে ৯ টি গরু উদ্ধার করা হয়েছে। প্রতিনিয়ত উপজেলা বিভিন্ন স্থানে গরু চুরির সংবাদ আসে। তাই গরু চুরি বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে। তিনি আরো বলেন উদ্ধারকৃত গরুর চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT