3:35 pm , April 7, 2023
নিজস্ব প্রতিবেক ॥ অবহেলিত সিটি কর্পোরেশনের উন্নয়নে দরকার পরিবর্তন। আর সেই পরিবর্তনের জন্য দরকার একজন যোগ্য মানুষ, বরিশাল সিটির পরিবর্তনের জন্য ইকবাল হোসেন তাপসকে লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন জাপা নেতৃবৃন্দ। শুক্রবার নগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ ভোট প্রার্থনা করা হয়। সোনা মিয়ার পোল সংলগ্ন মখরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি মহানগর সদস্য সচিব ও মেয়র প্রার্থী ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। সভাপতিত্ব করেন মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। বিশেষ অতিথি ছিলেন মহানগরের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, বরিশাল জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড. এম এ জলিল। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক আকতার রহমান সপ্রু, তালুকদার মোর্শেদ ফোরকান, কামরুজ্জামান চৌধুরী কামাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মনজুরুল আলম খোকন, নজরুল ইসলাম হেমায়েত, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, ২৫নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি মোঃ সুলতান আহমেদ, সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ২৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ ইউসুফ হাওলাদার, সাধারণ সম্পাদক হারুন আর রশীদ পলাশ, ২৭নং ওয়ার্ড সভাপতি আরাফাত রহমান তাহির তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মিলন হাওলাদার এবং ২৫,২৬, ও ২৭নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ।