3:41 pm , April 6, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সোনামিয়ারপোল এলাকায় বাকি টাকা চাওয়ায় দোকান ভাংচুর ও সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। দোকান মালিক রেজাউল করিম মন্টু দাবি করেছেন মালামাল তছনছ করে নগদ এক লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।
মন্টুর অভিযোগ আট বছর পূর্বের মন্টুর মুদি দোকান থেকে ২ হাজার ২৭৫ টাকা মালামাল বাকিতে নেয় স্থানীয় মালেকের ছেলে স্বর্ণ ব্যবসায়ী ওয়াদুদ। দীর্ঘ পাঁচ বছর ধরে পাওনা টাকা চায়। কিন্তু ওয়াদুদ টালবাহানা শুরু করে। গত ৪ এপ্রিল মঙ্গলবার রাত দশটার থেকে পাওনা টাকা চাওয়ায় মন্টুর সাথে ওয়াদুদের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে ওয়াদুদ, তার শ্যালক রানা, শান্ত, নিরবসহ অজ্ঞাত কয়েকজন দোকানে এসে হামলা করে। হামলাকারীরা দোকান ভাংচুর করে নগদ টাকা ছিনিয়ে নেয় ওয়াদুদ, রানা সহ অন্যান্য সহযোগীরা। এ ঘটনায় ব্যবসায়ী মন্টু বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছে বলে জানান।