3:39 pm , April 6, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য কেন্দ্রীয় শ্রমিকদলের সাবেক সাধারন সম্পাদক জাফরুল হাসানের তৃতীয় মৃত্যুবার্ষিকী এবং শ্রমিকদল নেতা আবুল কাসেমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সদররোডস্থ দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় এ কর্মসূচির আয়োজন করে বরিশাল জেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে ও জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের সহ-সাধারন সম্পাদক এম.জি ফারুক, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মাসুম, সহ-সভাপতি মহসিন আহমেদ, কালাম, হান্নান,তারেকুল ইসলাম তারেক, মাহবুব, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, আনিস মীরা, বাবুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সেলিম তালুকদার, বরিশাল কোতয়ালী শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম আকন, উজিরপুর উপজেলার সভাপতি কাইউম খান, বরিশাল সদর উপেেজলার জাগুয়া ইউনিয়নের সভাপতি নয়ন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ শ্রমিকদল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী।