3:38 pm , April 5, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে তুচ্ছ ঘটনায় এক বৃদ্ধকে বেধরকভাবে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ধাঁনসিড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেরপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃদ্ধ শাহাজাহান হাওলাদার (৮৫) বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্তরা হলো-বেরপাশা গ্রামের বিপ্লব শিকদারের ছেলে মো: তালাল আল আরাফাত (২৬) ও মো: ফাহাদ আদনান ওরফে ছোটনসহ অজ্ঞাত দুই জন।
বৃদ্ধ শাহাজাহান হাওলাদারের নাতি জুনায়েদ আকনকে মারধর করে আরাফাত ও ছোটন। মারধর করার কারন জানতে চায় দাদা শাহজাহান। তখন আরাফাত ও ছোটন বৃদ্ধকে মারধর করেছে।
ওই ইউনিয়নের মেম্বার মো: ফয়সাল বাবু জানান, “বৃদ্ধ মো: শাহজাহন হাওলাদার উল্লেখিত বিবাদীদ্বয়ের বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর আমি খোজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন । তদন্ত করে পুলিশ প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করছি।”