3:36 pm , April 5, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ৩১ বছরে পর্দাপন করেছে বৃহত্তম বেসরকারি আর্থিক জনকল্যান মূলক প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন। গত ১ এপ্রিল প্রতিষ্ঠানটি ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থাটি ৫৫ টি জেলায় বৃক্ষ রোপনের কর্মসূচী গ্রহন করে। এরই ধারাবাহিকতায় বরিশাল ল কলেজ ও চৌমাথা শাখা অফিসের মাধ্যমে সদর উপজেলার লামছড়ি আশ্রায়ন প্রকল্পে ৫০ টি বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর (আইটি) মোঃ জিল্লুর রহমান, বরিশাল জোনাল হেড মোঃ জহির উদ্দিন,আঞ্চলিক প্রধান এস এম শরিফুল হাসান, এরিয়া সুপার ভাইজার কার্ত্তিক চন্দ্র মিস্ত্রিসহ শাখা ব্যবস্থাপকগন,হিসাব রক্ষক ও মাঠকর্মীবৃন্দ।