আমতলীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা আমতলীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা - ajkerparibartan.com
আমতলীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা

4:02 pm , April 4, 2023

আমতলী(বরগুনা)প্রতিনিধি ॥ বরগুনার আমতলীর হলদিয়া বাজারে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি একাধিক মামলার আসামী নারী নির্যাতনকারী  সন্ত্রাসী চাঁদাবাজ সবুজ মালাকার (৩০) সোমবার রাত সাড়ে ৯টায়  এ ঘটনা ঘটে। এসময়  সবুজ বাহিনীর হামলায় আরো ৩ জন আহত হয়েছে। জানা গেছে, আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মালাকার হলদিয়া বাজারে একটি ঘর  দখল করে ১০-১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে হলদিয়া গুরুদল, উত্তর তক্তাবুনিয়াসহ আশপাশের এলাকায় তরমুজ চাষী এবং ব্যবসায়ীদের জিম্মি করে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে। তাদের চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে এলাকাবাসী ও তরমুজ চাষীরা  সোমবার রাত সাড়ে ৯ টার সময় তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। গণপিটুনিতে সবুজ মালাকার আহত হয়। এসময় তার সাথে থাকা মহিষডাঙ্গা গ্রামের আবুল সরদারের ছেলে  সন্ত্রাসী  কাদের সরদার বাহিনী পাল্টা হামলা করে জেলা পরিষদের সাবেক সদস্য আরিফুল হাসান আরিফ , রাকিবুল ইসলাম, শাহিন  ও শাহেদ আবদুল্লাহ আরিফ আহত হয়।
গণপিটুনির শিকার সবুজ মালাকারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আমতলী হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অন্যদের আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফ বলেন,সবুজ মালাকার ১০-১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে হলদিয়া ইউনিয়নের তরমুজ চাষীদের জিম্মী করে চাঁদা আদায় করছে। তারা ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিয়েছে। রাতের বেলা আমি আমার গ্রামের বাড়ি যাওয়ার সময় জটলা দেখে দাঁড়ালে সবুজ মালাকার এবং তার বাহিনী আমার উপরও হামলা করে। হামলায় আমার হাত ভেঙ্গে গেছে।
হলদিয়া গ্রামের তরমুজ চাষী বাসুদেব শীল জানান, ৪/৫ দিন পূর্বে  সবুজ মালাকার আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে সোমবার রাতে আমি হলদিয়া বাজারে আসলে সবুজ মালাকার আমাকে আটক করে  মারধোর   করা শুরু করে তখন এ পথ দিয়ে অ্যাড: আরিফ উল হাসান আরিফ বাড়ী যাচ্ছিলেন  আমাকে মারধোর করার কারন  জানতে চাইলে সবুজ মালাকার ও তার সাথে থাকা সন্ত্রাসীরা  আরিফ উল হাসানের উপর হামলা  করে তার হাত ভেঙ্গে ফেলেন। তখন স্থানীয় জনগন সবুজ মালাকারকে গণ ধোলাই দেন।
দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের তরমুজ চাষী আলামিন শরীফ বলেন, সবুজ ম্যালাকার আমার নিকট থেকে জোর করে ৫ হাজার টাকা চাঁদা নিয়েছে।
হলদিয়া গ্রামের এখলাশ প্যাদা বলেন, তরমুজ বিক্রি করার আগে সবুজ মালাকার আমার নিকট থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়েছে।
হলদিয়া গ্রামের আরেক তরমুজ চাষী খালেক মোল্লা বলেন, সবুজ মালাকার তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেছে। টাকা না দিলে তার তরমুজ বিক্রি করতে দিবে না বলে হুমকি দেয়।
এলাকাবাসী জানান, সবুজ মালাকার ও কাদের সরদার উপজেলার মহিষডাঙ্গা ও হলদিয়া গ্রামে দীর্ঘ দিন ধরে নীরব চাঁদাবাজি করে যাচ্ছেন।
কৃষক ও গ্রাম বাসীরা সবুজ মালাকার ও কাদের সরদারসহ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, চাঁদাবাজির কারনে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সবুজ মালাকারের বিরুদ্ধো চাঁদাবাজি, ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT